আওয়ার ইসলাম: কোটা বাতিলের পেছনে সরকারের দুরভিসন্ধি রয়েছে বলে দাবি বিএনপির। কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারই আন্দোলনে নামিয়েছে বলেও দাবি দলটির।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহালের দাবিতে গতরাত থেকে শাহবাগে অবস্থান ও সড়ক অবরোধ করেছেন মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
পাশাপাশি, আন্দোলনকারীরা শনিবার বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশ কর্মসূচি দিয়েছেন। রাত থেকে অবস্থানের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের চারপাশ ও আশেপাশের এলাকাগুলোয় দেখা দিয়েছে তীব্র যানজট। শাহবাগ হয়ে চলা গাড়িগুলোকে আজিজ সুপার মার্কেটের সামনে দিয়ে বাংলামোটর রোডে ডাইভারশন করা হচ্ছে।
শাহবাগ থানার সামনে পুলিশ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, প্রথম ও দ্বিতীয় শ্রেনীর চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অবহেলার শিকার হবেন।
এছাড়া ৭২ এর সংবিধানে যে কোটা বণ্টনের কথা বলা হয়েছে তা বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য তাদের।
দ্রুত মুক্তিযোদ্ধা কোটার ৩০ শতাংশ পুনর্বহালের দাবি জানায় আন্দোলনকারীরা।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী