আওয়ার ইসলাম: বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ বিভাগ।
দুদক সূত্রে জানা গেছে, তাদে বিরুদ্ধে কয়েক কোটি টাকা অবৈধ লেনদেন, মানিলন্ডারিং, অর্থপাচার ও জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব ঘটনার তদন্তে স্বার্থে তারা যেন দেশের বাইরে যেতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে দুদক।
এদিকে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমানসহ তিতাসের পাঁচ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েও চিঠি দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে বিভিন্ন কারখানায় এলডিআর ব্যবস্থায় গ্যাস বিতরণ, মিটার টেম্পারিং ও অবৈধ সংযোগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।
শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে মানববন্ধন