শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘তাবলিগ ইস্যুতে বিভেদ, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের পথযাত্রা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান তাবলীগী ইস্যুতে আলেমজনতার বিভেদকে দূর করার লক্ষ্যে যশোর-সুনামঞ্জে চারদিন ব্যাপী পথযাত্রা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীনর মাসঊদ

তিনি বলেছেন, বিশ্ব তাবলীগের ইস্যু নিয়ে আজ আলেম-জনতার মধ্যে শুরু হয়েছে বিভেদ, মাদকে ক্লেদাক্ত আজ আমাদের সমাজ, দেশের সর্বত্র আজ দুর্নীতির সয়লাব, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষাক্ত ছোবল আমাদের তাড়া করে।

সমাজের এই কালোথাবা থেকে মানুষকে সচেতন করার জন্যই আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যশোর-সুনামগঞ্জ ঐতিহাসিক পথযাত্রায় বিশেষত আমাদের প্রিয়ভাজন গণমাধ্যমকর্মীদের কাছে পেতে চাই।

আল্লামা মাসঊদ বলেন, দেশের আলেম উলামার প্রতি সরকারের আন্তরিকতাপূর্ণ হৃদ্যতা প্রকাশ পেয়েছে কওমী শিক্ষাসনদের স্বীকৃতি প্রদান করার মাধ্যমে।

এ দেশের আলেম উলামা ও অভিভাবকজনতার দীর্ঘদিনের দাবি কওমী মাদরাসা সনদের স্বীকৃতির আইন পাশ করায় আমরা বিশেষ করে এই পথযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

৬, ৭, ৮ ও ৯ অক্টোবর যশোর চাঁচড়ার মোড় থেকে সুনামগঞ্জ পর্যন্ত এই পথযাত্রায় সবাইকে স্বাগত জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আসুন, আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই।

০৩ অক্টোবর ২০১৮ বুধবার বেলা ২.৩০টায় রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটিতে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যশোর-সুনামগঞ্জ ঐতিহাসিক পথযাত্রা উপলক্ষে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা মাসউদ এসব কথা বলেন।

তাবলীগের চলমান ইস্যুরে দুই গ্রুপের কোন গ্রুপের সঙ্গে আপনি আছেন জানতে চাইলে সাংবাদিকদের আল্লামা মাসঊদ বলেন, আমি ঐক্যের আহ্বান জানাই। সবাইকে এক ছাতার নিচে আনার জন্যই আমাদের এই পথযাত্রা।

সরকারে তো অনেক দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে কি আপনি কথা বলবেন, এমন প্রশ্নের উত্তরে আল্লামা মাসঊদ বলেন, সবার আগে আমি নিজেকে শোধরাতে চাই।

আরও পড়ুন: ঢাকার ইতিহাস ভিন্নভাবে লেখাতে চায় ইসলামী আন্দোলন

হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ