শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

ভারত সীমান্তে ইলেক্ট্রম্যাগনেটিক রকেট মোতায়েন করতে যাচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বের প্রথম সার্ফেস-টু-সার্ফেস ইলেক্ট্রম্যাগনেটিক রকেট তৈরি করছে চীন। যেগুলো অনেক বেশি দূরে গিয়ে আঘাত হানার ক্ষমতা রাখে।

পাশাপাশি এসব রকেট হিমালয় ও তিব্বতের মালভূমিতে মোতায়েন করা হলে তা যুদ্ধের সময় চীনের সেনাবাহিনীকে অনেক সুবিধাজনক অবস্থানে রাখবে। এই রকেট সিস্টেমের নিখুঁত পাল্লা ও মোতায়েনের সময়সূচি এখনো পরিস্কার নয়।

কিন্তু এই কর্মসূচির প্রধান বিজ্ঞানী হান জুনলি রাষ্ট্র পরিচালিত ‘সাইন্স অ্যান্ড টেকনলজি ডেইলি’কে বলেন যে রকেটটি নির্মাণে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ হয়েছে। প্রচলিত রকেট প্রাথমিক শক্তি লাভ করে বিস্ফোরক থেকে।

কিন্তু নতুন রকেটগুলো ইলেক্ট্রম্যাগনেটিক ফোর্স থেকে বাড়তি শক্তি পাবে। এটা ঠিক ক্যাটাপুলেট ল্যান্সারের মতো, যা পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরিতে ব্যবহারের জন্য চীন ও আমেরিকা তৈরি করছে।

রেলিগান তৈরিতেও একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। হান বলেন, ইলেক্ট্রম্যাগনেটিক ক্যাটাপুলেট সিস্টেম একটি রকেটকে উৎক্ষেপন পর্যায়ে খুবই তীব্র গতি প্রদান করতে পারে।

অনেকেই মনে করেন, চীনের পরবর্তী নিজস্ব তৈরি এয়ারক্রাফট কেরিয়ারকে ইলেক্ট্রম্যাগনেটিক ক্যাটাপুলেট ল্যান্সারে সজ্জিত করা হতে পারে।

বেজিংয়ের সামরিক বিশেষজ্ঞ ঝু চেনমিং বলেন, ইলেক্ট্রম্যাগনেটিক ক্যাটাপুলেট উৎক্ষেপনকালে রকেটকে অনেক বেশি স্থিতিশীলতা দেবে এবং নির্ভুলতা বাড়াবে। এরপরও এগুলো হবে ব্যয়সাশ্রয়ী। কম নির্ভুল হলেও ক্ষেপনাস্ত্রের চেয়ে রকেট অনেক সস্তা।

কিন্তু এগুলো ব্যাপক সংখ্যায় মোতায়েন করা হলে তা বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালানোর মতো যথেষ্ঠ পারদর্শিতা দেখাতে পারে।

এসব নতুন ইলেক্ট্রম্যাগনেটিক রকেট তিব্বত অঞ্চলে মোতায়েন করা হতে পারে। এগুলোর পাল্লা হবে কয়েক শ’ কিলোমিটার এবং তা ভারতের কেন্দ্রস্থলে আঘাত হানতে পারবে।

সূত্র: সিএনএন

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ