আবদুল্লাহ তামিম: দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিতে বন্যা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
জানানো হয়, সিউলে বন্যায় গাড়ি ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘূর্নিঝড় সৌলিকের আঘাতের পরই ভারী বৃষ্টি শুরু হয় দেশটিতে। নিরাপদের সরিয়ে নেয়া হয়েছে ৬১ জনকে।
স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সিউল, ইনচিওন, দেজিওন ও গাইয়োঙ্গি প্রদেশে সাতশরও বেশি ভবন প্লাবিত হয়েছে।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন
আরো পড়ুন-
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল
এটি/আওয়ার ইসলাম