আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ার লম্বুক দ্বীপে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে। ধ্বংস্তূপের নিচ থেকে আরও লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
লম্বুকে গত ৫ আগস্ট ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এর মাত্র এক সপ্তাহ আগে অপর ভূমিকম্পে ১৭ জন নিহত হয়।
জাতীয় দুর্যোগ সংস্থার মূখপাত্র সুতপা পিউরো নগরোহ বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে ৪৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ১৩শ’ জন আহত ও ৩ লাখ ৫৩ হাজারের কাছাকাছি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা যায়।
ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন
অারও পড়ুন: মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না ভারতীয় তরুণী
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’
আরএম/