আওয়ার ইসলাম: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ । ফলে দেশটিতে ২১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালন করা হবে। সে হিসেবে একদিন পর ২২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার কথা।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১২তম বা শেষ মাস হচ্ছে জিলহজ। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
এদিকে গত ২৭ দিনে ২শ' ৯৬টি ফ্লাইটে এক লাখ ৩শ' ৮৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১শ'৪৫টি ফ্লাইটে ৫১ হাজার ৬শ' ৯০ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১শ'৫১টি ফ্লাইটে ৪৮ হাজার ৬শ' ৯৪ জন হজযাত্রী সৌদি আরবে যান।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭শ' ৬৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ৬শ' ১৭ জন। বাংলাদেশ থেকে যাওয়া হাজিরা বর্তমানে পবিত্র মক্কা এবং মদিনায় অবস্থান করছেন।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার
অঅরএম/