বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ভিন্ন নামে রাস্তায় আসছে জাবালে নূরের বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুট পারমিট বাতিল হওয়া জাবালে নূর পরিবহনের বাস রাস্তায় নামছে ভিন্ন নামে। গণমাধ্যমের ক্যামেরায় এমন চিত্র দেখা গেছে।

বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দীন কলেজের দুই শিক্ষার্থী নিহতের পর রুট পারমিট বাতিল হয় জাবালে নূর পরিবহনের।

জানা গেছে, নতুন করে রাস্তায় নামতে বদলে ফেলা হয়েছে বেশ কিছু বাসের রং ও নাম। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সামনের অংশে লাগানো হচ্ছে ‘নিউ ভিশন’ নামের নতুন স্টিকার।

শনিবার রাজধানীর মিরপুরে দেখা যায়, জাবালে নূর পরিবহনের একটি বাসের রং উঠানোর কাজ চলছে। সাটানো হয়েছে নিউ ভিশন নামের স্টিকার।

এছাড়াও আরো কয়েকটি কোম্পানির নামে জাবালে নূরের বাসগুলো চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল করিম বলেন, জাবালে নূরের রুট পারমিট বাতিল হওয়ায় কোনো গাড়ি রাস্তায় পেলেই আটক করা হবে। আমাদের এমন নির্দেশ রয়েছে।

তবে তিনি দাবি করেন ভিন্ন নামে জাবালে নূর রাস্তায় নামানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। অবশ্য বিষয়টি জানার পর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মিডিয়াকে।

[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থীকে জাবালে নূরের একটি বাস ধাক্কা দিলে তৎক্ষণাত দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরো বেশ কয়েকজন।

সে ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলনে টানা নয়দিন অচল থাকে রাজধানী ঢাকার সড়কগুলো। বাতিল হয় জাবালে নূর পরিবহনের রুট পারমিট। পরিবহনের মালিক ও বাস চালকও ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।

ইংল্যান্ডে মুসলিম যাত্রীর কাছে ক্ষমা চাইল বাস কোম্পানি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ