আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের নেতারা বেপরোয়া চালকদের মতো হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও চালকদের গাড়ির কাগজপত্র পরীক্ষার অভিযান শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র আন্দোলনের ওপর ভর করে ব্যর্থ হয়েছেন। সবশেষ নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করেও সফলতার মুখ দেখেনি তারা। গেলো ৯ বছরে ৯ মিনিটের আন্দোলন করতে পারেনি তারা। তাই আন্দোলনে হতাশ বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে।
এসময় মন্ত্রী বলেন, নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সেবার জন্য বিআরটিএতে মানুষের ভিড় বেড়েছে। দুর্ভোগ কমাতে বিআরটিএ’র সেবা গ্রহীতাদের সুবিধার্থে টাকা জমা দেয়ার জন্য মোবাইল ব্যাংকিং চালু করার উদ্যোগও নেয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সংলাপের প্রতি কোনো আগ্রহ নেই : কাদের
আরএম/