আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২২ টি স্থানে বসছে অস্থায়ী পশুর হাট। দুই সিটি করপোরেশনে ১৫টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে মাত্র ১৫ কোটি ৭০ লাখ টাকায়। ১৮ আগস্ট থেকে এ সব হাটে পশু বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এবার কোরবানি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। এছাড়া গাবতলীর স্থায়ী পশুর হাটটিও কুরবানির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এসব হাটে ১৮ আগষ্ট বাস দিয়ে মাঠ সাজানো হবে। এবং ১৯ থেকে ২২ তারিখ অর্থ্যাৎ ঈদের দিন পর্যন্ত পশু বিক্রি করা হবে।
এই বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেক বলেন, নিয়ম অনুযায়ী ঈদের চারদিন আগে এসব হাট বসবে একদিন তারা প্রস্তুতি নিবে বাকি তিন দিন বিক্রি করবে। এই নিয়মের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। কারন আমরা কার্যাদেশ দেব ঈদের পাঁচ দিন আগে। যাতে তারা আগে হাট বসিয়ে বিশৃঙ্খলা করতে না পারে।
অারও পড়ুন: মাদরাসায় কুরবানির চামড়া সংগ্রহ; একটি বিকল্প প্রস্তাব
আরএম/