আবদুল্লাহ তামিম: হজযাত্রায় বাংলাদেশ বিমানের ১৪ ও ১৫ আগস্টের তিন হাজার দুইশো টিকিটের মধ্যে আড়াই হাজারই এখনো বিক্রি হয়নি। এ পর্যন্ত বাতিল হওয়া ১৬টি ফ্লাইটের বিপরীতে এখনো কেনো স্লটও পায়নি বিমান। সকালে এসব কথা জানান, বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
তিনি বলেন, অবিক্রিত টিকিট ১১ আগস্ট বিকেল ৫টার মধ্যে না কিনলে দায়ভার নেবে না বিমান। টিকিট বিক্রি না হওয়ায় এ পর্যন্ত ৭ হাজার হজযাত্রী কম পাঠিয়েছে বিমান। এতে আড়াই হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে কয়েক দফা সময় বাড়ানোর পরও এখনো প্রায় এক হাজার যাত্রীর ভিসা হয়নি। এজেন্সিগুলো সময়মত বাড়িভাড়া করতে না পারায় এই জটিলতা বলে জানিয়েছে হজ অফিস।