বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের

রিমান্ড শেষে বিক্ষোভকারী ২২ ছাত্র কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

বাড্ডা থানার মামলায় কারাগারে যাওয়া ১৪ ছাত্র হলেন- রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক, রিসালাতুল ফেরদৌস, হাসান ও রেদোয়ান আহমেদ।

আর ভাটারা থানার মামলায় কারাগারে যাওয়া ৮ ছাত্র হলেন- ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান, আজিজুল করিম ও মাসাদ মরতুজা বিন আহাদ।

রাজধানীর সিএমএম কোর্টে ২২ শিক্ষার্থী

এরআগে দু’দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। ভবিষ্যতে মামলার তদন্তের জন্য আরো জিজ্ঞাসাদের স্বার্থে তাদের জামিন না দিয়ে কারাগারে রাখার আবেদন করে পুলিশ।

অন্যদিকে, ছাত্রদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ আগস্ট এই ২২ ছাত্রের প্রত্যেকের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গ্রেফতার আসামিরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাকের ছাত্র।

পুলিশের অভিযোগ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় গ্রেফতার শিক্ষার্থীরা বাড্ডা ও ভাটারা এলাকায় পু্লিশের ওপর হামলা ও ভাংচুরের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: বিক্ষোভকারী ২২ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ