আবদুল্লাহ তামিম: কলম্বিয়া সরকার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিষয়টি ইহুদিবাদী ইসরাইলের জন্য এক রকমের বিপর্যয় হিসেবে দেখা যাচ্ছে বলে মনে করা হয়। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক চিঠিতে বলেছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট জয়ান ম্যানুয়েল স্যান্তোস গত ৩ আগস্ট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। নতুন প্রেসিডেন্ট ইভান দিউকের ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগে এই স্বীকৃতি দেয়া হয়।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ওই চিঠি পড়ে শোনান এবং তিনি বলেন, আমি আপনোদের জানাতে চাই যে, কলম্বিয়া সরকারের প্রেসিডেন্ট জুয়ান মানুয়েল স্যান্তোস ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ওই চিঠিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার আছে। দিউকের প্রশাসন বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবে তবে ম্যানুয়েল স্যান্তোস যা করেছেন তা বৈধ।
তেল মজুদে বিশ্বের ৬ষ্ঠ দেশ হতে যাচ্ছে পাকিস্তান!