আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন। ভূমিকম্পের তাণ্ডবে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩ জন। বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে লম্বক দ্বীপের প্রায় ৮০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে বহু ভবন। রাস্তাঘাট লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় অনেক এলাকায় ত্রাণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ভূমিকম্পে লম্বক দ্বীপের মূল শহর মাতারামই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শহরের বেশিরভাগ অবকাঠামো দুর্বল উপকরণে তৈরি।
ভূমিকম্পে আহতদের চিকিৎসা দিতে বালি দ্বীপের সিটি হাসপাতাল ও ডেনপাসার হাসপাতাল খালি করে ফেলা হয়েছে। উপচেপড়া রোগীদের বাইরের তাঁবুতে এনে চিকিৎসা দেন ডাক্তররা।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল রিং অব ফায়ার লাইনে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রবণ অঞ্চলের মধ্যে অবস্থান হওয়ায় এখানে ভূমিকম্পের ঘটনা বেশি। এই অঞ্চলে পৃথিবীর অর্ধেকেরও বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে।
২০১৬ সালে সুমাত্রা দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সাড়ে ছয় মাত্রার এক ভূমিকম্পের কারণে বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও বাস্তুচ্যুত হয়ে পড়ে প্রায় ৪০ হাজার মানুষ।
ভূমিকম্পে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম
আরএম/