আওয়ার ইসলাম: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।
শনিবার এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা যায়, ৫০ জন যাত্রী নিয়ে স্থানীয় বানির জেলা থেকে বন্দরনগরী করাচির উদ্দেশে যাত্রা করে বাসটি।
এরই মধ্যে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশুও রয়েছে। দেশটির পুলিশের কাছে প্রতি বছর ৯ হাজারের বেশি সড়ক দুর্ঘটনার খবর আসে। আর দুর্ঘটনায় বছরে গড়ে ৫ হাজারের মতো মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
আরও পড়ুন: আজ থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলবে
আরএম/