বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার নিন্দা মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলার শামিল। এই হামলায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছে। আমরা এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতা আমির খসরুর মাহমুদ চৌধুরীর অডিওর জের ধরে তাকে গ্রেফতারের জন্য রাতে দুই বার অভিযান চালানো হয়েছে।  কিন্তু কেন? এ আন্দোলনে তো আমরা আগেই সমর্থন দিয়েছি।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, সারাদেশেই শিক্ষার্থীদের হামলা চালানো হচ্ছে। সরকারি দল হামলা চালাচ্ছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ অনির্বাচিত স্বৈরাচারী সন্ত্রাসী দল। তাদের কাছে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের কোনো মূল্য নেই।

অডিও ফাঁসের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মামলা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ