বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘অস্ত্রসমর্পণ করলে সাধারণ ক্ষমা পাবে আইএস সদস্যরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের জিহাদি গোষ্ঠী আইএস সদস্যদের মধ্যে যারা আত্মসমর্পণ করবে তাদের সাধারণ ক্ষমা পাবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী।

আফগান কর্মকর্তাদের বরাতে আল আরাবিয়া জানায়, আইএস যোদ্ধারা লড়াই ছেড়ে যদি সাধারণ জীবনে ফিরে যায় তাহলে তাদের প্রতি কোনো আইনি কঠোরতা বা ব্যবস্থা নেয়া হবে না।

দেশটির জাওজান প্রদেশে নিরাপত্তাবহিনীর হাতে সম্প্রতি ১৫০ এরও বেশি আইএস সদস্য ধরা পরার পর তারা এ ঘোষণা দিয়েছেন বলে জানা যায়।

কর্মকর্তারা বলছেন, আইএস সদস্যরা যদি সন্ত্রাসবাদ, নৃশংস হত্যা নিষ্ঠুরতা, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ থেকে বিরত থেকে সাধারণ জীবন যাপনে ফিরে গিয়ে অস্ত্র সমর্পণ করে তাহলে তাদের সাধারণ ক্ষমা করা হবে।

ক্লিক বিসফটি

এ দিকে যুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক নাগরিককে দারযাব ও আশপাশের এলাকা থেকে স্থানান্তর করতে বাধ্য হয়েছে সরকার। এ এলাকাগুলোতে আইএস ঘাটি তৈরি করে সহিংসতা ও নানান অপরাধ ঘটিয়েছে বলে দবি নিরাপত্তাবাহিনীর।

জাওজান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র মুহাম্মদ রেজা গফুরি বলেন, এ এলাকার কয়েকজন আইএস সদস্য ইতোমধ্যে আত্মসমর্পণ করেছে।

অন্য দিকে, কাবুলের বৈশ্বিক চাপ পশ্চিমী-সমর্থিত আফগান সরকার ও তেহরিকে তালেবানের মধ্যে আলোচনার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল-আরাবিয়া উর্দূ

সারাদেশে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ