আওয়ার ইসলাম: পরিবহন শ্রমিক ও যানবাহনের নিরাপত্তায় চেয়ে এবার শ্রমিকরা রাজপথে নেমেছেন। বুধবার সকালে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।
শ্রমিকদের দাবি, রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাদের গাড়ি যাতে না ভাঙচুর করা হয়, তারা যাতে নিরাপদে গাড়ি চালাতে পারেন সে জন্য রাজপথে নেমেছেন।
পরিবহন শ্রমিক ও যানবহনের নিরাপত্তার দাবিতে সকাল সাড়ে ৭টা থেকে তারা এ সড়ক অবরোধ করে রাখেন।
এর আগে সকালে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কিছুক্ষণ বিক্ষোভের পর তাদের সরিয়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
নিহতরা হলেন— শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম। এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়।
ওই ঘটনার পর দোষীদের বিচার চেয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: গাড়ি নেই রাস্তায় ঢাকাবাসীর ভোগান্তি চরমে
আরএম/