আওয়ার ইসলাম: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের যারা অপমান করে, তাদের দুই চড় মারবো।
তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি তোলার ন্যায্য অধিকার আছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠনের নেতারা নির্যাতনের শিকার হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
কামাল হোসেন বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা নয়, এরা এই দেশের সন্তান। যারা এই আন্দোলনকারীদের অপমান করে, তারা আসো, আমার সামনে দাঁড়াও। আমাকে গুলি করে মারার আগে তাদের দুই চড় মারব।
সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কারের জন্য বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কোটা সংস্কারের ঘোষণা দিলেও পড়ে এর থেকে পিছিয়ে যান। বর্তমানে এ আন্দোলনের নেতারা অনেকেই জেলে ও হাসপতালে চিকিৎসাধীন আছেন।
‘নৌ মন্ত্রীর বক্তব্য সড়ক দুর্ঘটনার মাধ্যমে মানুষ হত্যার অনুমোদন’
-আরআর