আওয়ার ইসলাম: ফিলিপিন্সে একটি গাড়ি বোমা বিস্ফোরণে একজন সেনাসদস্য ও চারজন মিলিশিয়াসহ ১০জন নিহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ বাসিলানে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। ফিলিপিন্সের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে মিন্দানাও-এর একটি দ্বীপ প্রদেশ বাসিলানের লামিটান শহরের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, লামিটান শহরের কলোনিয়া গ্রামে একটি সামরিক চৌকির সামনে একটি ‘সাদা ভ্যান’থেকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভ্যানটি পরীক্ষা করে দেখার সময় হঠাৎ করে বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজন সেনাসদস্য, চারজন মিলিশিয়াসহ ১০জন নিহত হয়। এছাড়া আরও দুই মিলিশিয়া আহত হয়েছেন।
ফিলিপিন্স সেনাবাহিনী বলছে, এই হামলার পেছনে আবু সায়াফের হাত থাকতে পারে। এই গোষ্ঠীটি ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি তাদের সমর্থন দিয়েছে। একইসঙ্গে বিদেশি ও ফিলিপিনি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে।
পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন