বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার, হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কোনো সময় বৈঠকে প্রস্তুত আছেন তিনি। ট্রাম্প বলেন, কারো সঙ্গেই আলোচনায় আপত্তি নেই।

আলোচনাতেই সমাধান রয়েছে। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে প্রস্তুত থাকার হুঁশিয়ারি জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জবাবে, ফের এ ধরনের হুঁশিয়ারি না জানাতে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে হওয়া চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর থেকেই, উত্তপ্ত এই পরিস্থিতি। এর প্রেক্ষিতেই আলোচনায় আগ্রহ দেখালেন ট্রাম্প। দুই নেতার সাক্ষাৎ হলে তা হবে প্রায় চার দশকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম বৈঠক।

সূত্র: খালিজ টাইম

পাকিস্তানে ভায়াবহ দাবদাহ; ৬৫ জনের মৃত্যু!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ