বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

‘গো-রক্ষার নামে মুসলিম হত্যা না ঠেকালে আরেকবার ভাঙবে ভারত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের গরু জবাই, পালন ও ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে উগ্রপন্থী হিন্দুদের হাতে একের পর এক মুসলিম হত্যার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। গো-রক্ষার নামে একদল উগ্র হিন্দুরা গত কয়েক বছরে অন্তত ৪৫ জন মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে।

গো-রক্ষার নামে মুসলিম হত্যা না ঠেকালে ১৯৪৭ সালের মতো আরেকবার ভেঙে যাবে ভারত। হুঁশিয়ারি দিয়েছেন শ্রীনগরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেতা মুজাফ্ফর হোসেন বেগ।

জম্মু-কাশ্মীরের সাবেক এ উপ-মুখ্যমন্ত্রী শনিবার বলেন, গোরক্ষার নামে যদি মুসলিমদের হত্যা করা হতে থাকে তাহলে ভারত আরও একটা বিভাজনের মুখে পড়তে পারে। মুসলমানরা স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করতে পারে।

সম্প্রতি আলোয়ারে রাকবার খান নামে এক মুসলিমকে হত্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে গত বছর একই স্থানে আরেক মুসলিমকে হত্যা করা হয়েছিল। ওই সময় পেহলু খান নামের ৫০ বছরের এক বৃদ্ধকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে গোরক্ষকরা।

তবে গোরক্ষার নামে গণপিটুনির এই ঘটনা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও এমন ঘটনা অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, গোরক্ষার নামে মুসলিমদের পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমানে গোটা ভারতজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মতে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এমন ৪০টি ঘটনা ঘটেছে। ওই ঘটনাগুলোতে ৪৫ জন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অবহেলিত বাংলাদেশের সাহাবিযুগের মসজিদ; খোঁজ নেয়ার কেউ নেই (ভিডিও)

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ