আওয়ার ইসলাম: প্রথম মতো পাকিস্তানে একজন হিন্দু ব্যক্তি নির্বাচন করে সাংসদ নির্বাচিত হয়েছেন।
মহেশকুমার মালানি নামের ওই ব্যক্তি পাকিস্তান পিপলস পার্টির হয়ে সিন্ধ প্রদেশের একটি আসনে নির্বাচন করে বিজয়ী হন।
দেশটিতে সংখ্যালঘুদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার ছিল না। শুধু সংরক্ষিত আসনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মনোনীত প্রার্থী হয়েই তারা সংসদে যেতেন। এ আইন ২০০২ সালে সংবিধান সংশোধন করেন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
মহেশকুমার মালানি
ওই আইন পাশ হওয়ার ১৬ বছরে এই প্রথম পাক পার্লামেন্টে গেলেন কোনো হিন্দু প্রার্থী।
তবে মহেশকুমার এর আগে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পাক সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনে মনোনীত সাংসদ ছিলেন।
পাকিস্তানে পুননির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা বিরোধীদলগুলোর
-আরআর