আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিন সিটিতে বিএনিপর নেতাকর্মী ও সমর্থকদের তালিকা ধরে গ্রেফতার করা হচ্ছে। পুলিশি হয়রানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে নেতাকর্মীদের পরিবার।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভি এ অভিযোগ করেন।
তিনি বলেন, এই তিন সিটিতে প্রচারণা শুরুর পর থেকেই বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আগ্রাসী অভিযান চালানো হচ্ছে। নির্বাচনে জিততে এ অভিযান এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
খুলনা-গাজীপুর নির্বাচনের মতোই আসন্ন তিন সিটি নির্বাচনে বিরোধী দলের ভোটার ও পোলিং এজেন্ট শূন্য করার জন্য সরকার এক অভিনব কৌশল অবলম্বন করেছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভি আরও বলেন, তিন সিটিতে এখন ভোটারদের মধ্যে কোনো আনন্দ নেই, তাদের মনে থমথমে ভাব বিরাজ করছে।
সিটি নির্বাচন: রাজশাহীতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
-আরআর