আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপের প্রয়োজন নেই। প্রয়োজনের টেলিফোনে কথা হতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারো সংলাপে বসার আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে এ কথা বলেন ওবায়দুল কাদের।
রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন মাস বাকি। নির্বাচনের আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে তাই কারো সঙ্গে কোনো আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই।
ওবায়দুল কাদের বলেন, ‘তবে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে ফোনে কথাবার্তা হতেই পারে। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সৌজন্যমূলক যোগাযোগ থাকলে অনেক সমস্যাই সমাধান করা যায়।’
মহাজোটের আকার বাড়তে পারে কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জোটের আকার বাড়তেই পারে। অনেক রাজনৈতিক দল রয়েছে যারা মহাজোট আসতে চাইছে। আবার অনেকে আলাদা-আলাদা জোট করে জাতীয় নির্বাচনে অংশ নিতে চাচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের আগে অনেক রাজনৈতিক মেরুকরণ হবে সেটাই স্বাভাবিক। তবে তা জানার জন্য আরো অপেক্ষা করতে হবে। আগামী অক্টোবরের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে।’
দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান