আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম
পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্টতা পাওয়া ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সেই লক্ষ্যে নির্বাচনে মাত্র ছয়টি আসন পাওয় মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান এর সঙ্গে জোট গঠনের খবর পাওয়া যাচ্ছে। আর মাত্র ১৯টি আসন পেলেই ইমরান খান সরকার গঠন শুরু করে দিতে পারবেন।
এদিকে দলটির মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর দাবি, অন্যদের সহায়তায় সরকার গঠনের জন্য কাঙ্ক্ষিত ১৩৭ পূরণ করতে ইতোমধ্যে তারা সমর্থ হয়েছে। ফলে খুব সহজেই কেন্দ্রীয় সরকার গঠন করা সম্ভব হবে বলে জানান তিনি ডন নিউজকে।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭২টি সংসদীয় আসনের মধ্যে পিটিআই ১১৮টি আসন জিতেছে। অন্যদিকে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৬৪ আসনে এবং বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসনে জয়ী হয়েছে
সরকার গঠন করতে ইমরান খানের প্রয়োজন ১৩৭ আসনের। ১১৮টি ঝুঁলিতে থাকায় সরকার গঠন করতে পিটিআইয়ের দরকার আরও ১৯টি আসন। ইমরানের প্রতিদ্বন্দ্বী দুই দল পিএমএল-এন ও পিপিপি-এর জোট সরকারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাকি ছোট ছোট দল ও স্বতন্ত্র সাংসদদের ওপর নির্ভর করতে হচ্ছে পিটিআইয়ের।
আরও পড়ুন
ভুল ধরিয়ে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব: মুফতি মনসূরুল হক
‘নিজামুদ্দিন-রায়বেন্ড নয়, বাংলাদেশের আলেমদের মতেই এদেশের তাবলিগ চলবে’
আলেমরা গীবত করেন না নসিহত করেন: মাওলানা আবদুল মালেক
ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত মোহাম্মদপুর
-আরএম