আওয়ার ইসলাম: মাত্র মাস পাঁচেক বাকি নির্বাচনের , অথচ কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। এ অবস্থায় দলের করণীয় নির্ধারণে তৃণমূল নেতাদের মত জানতে জেলা নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি। গত সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, মূলত ভবিষ্যতের করণীয় সম্পর্কে মতামত জানতে তৃণমূল নেতাদের ঢাকায় ডাকা হয়েছে।
তাদের সঙ্গে বৈঠক করবেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে জেলা নেতাদের ঢাকায় আসতে বলা হয়েছে।
দলের দায়িত্বশীল সূত্র জানায়, সর্বশেষ গুলশানে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের বিশেষ বৈঠকে তৃণমূল নেতাদের ঢাকায় ডাকার বিষয়টি চূড়ান্ত হয়।
এক্ষেত্রে নীতিনির্ধারকদের পূর্ব গৃহীত কোনও সিদ্ধান্তও তাদের জানিয়ে দেওয়া হবে। দলের ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশে স্থানীয় নেতাদের পরামর্শ দেওয়া হবে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় নতুন কোনও কৌশলের গ্রহণ হতে পারে আসন্ন বৈঠকের কারণ।
সভাটি আয়োজন হতে পারে ঈদুল আযহার আগে ও সিটি করপোরেশন নির্বাচনের পর। ঢাকার বিশেষ কোনও হোটেল বা হলরুম ভাড়া করে সভাটি অনুষ্ঠিত হতে পারে বলে জানান তারা।
তবে ভেন্যু ও দিনক্ষণ জানাতে পারেনি সূত্র। প্রত্যেক জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা বিশেষ এ বৈঠকে ডাক পাচ্ছেন।
দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান