আবদুল্লাহ তামিম: সৌদি আরবের উন্নয়ন ফান্ড (এসএফডি) ফিলিস্তিনের বাজেট সহায়তায় ৮০০ কোটি টাকা দিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রদূত ওসামা বিন আহমদ নুওয়াল্লি বৃহস্পতিবার এক বিবৃতিতে ৮০০ কোটি টাকা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের চলতি বছরের মে, জুন ও জুলাই এ তিন মাসের প্রতি মাসের জন্য বিশ মিলিয়ন হারে এ টাকা দেয়া হয়েছে ফিলিস্তিনের বাজেট সহায়তায়।
রাষ্ট্রদূত নওয়াল্লি এ সহায়তার কথা জানিয়ে জোর দিয়ে বলেন, সৌদি আরব সব সময় রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক স্তরে ফিলিস্তিনিদের সমর্থন করবে।
আরব দেশগুলো ফিলিস্তিনিদের সমর্থনে বড় বড় কথা বলতে ও তাদের সহায়তায় কোনো অর্থ ব্যয় করছে না বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ে মাসিক সভায় হ্যালি এই অভিযোগ করেন।
নিকি হ্যালির এ অভিযোগ প্রত্যাখ্যান করে সৌদি রাষ্ট্রদূত আবদাল্লাহ আল-মাওলিমি মধ্যপ্রাচ্যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মাসিক সভায় ফিলিস্তিনিদের সাহােয্যের হিসেব তুলে ধরে বলেন নিকি হ্যালি অযৌক্তিক কথা বলেছেন।
তিনি আরো বলেন, সৌদি আরব ফিলিস্তিনকে সহায়তা করেনি এ কথা ভুল। তারা আমাদের অর্থনৈতিক সহায়তার কথা কিছুই জানে না। গত দুই দশকে সৌদি আরব মানবতার সাহায্য, উন্নয়ন সহায়তা এবং ত্রাণে ফিলিস্তিনিদের ৬ বিলিয়ন ডলারেরও বেশি প্রদান করেছে।
সূত্র: আল আরাবিয়া
পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান