আওয়ার ইসলাম: নেপালে ভূমি ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও কয়েজন। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর নেপালের রাসুওয়া জেলায় এই বিপর্যয় ঘটে।
মৃতের সংখ্যাে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ‘রাষ্ট্রীয় সমাচার সমিতি’ এই তথ্য জানিয়েছে।
রাসুওয়ার চিফ ডিস্ট্রিক্ট অফিসার কৃষ্ণা পাউডেল জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে গোঁসাইকুন্ডা রুরাল মিউনিসিপ্যালিটি-২ এর তিমুরে এলাকায় এই ভূমি ধস হয়।
এতে একটি পাকা বাড়ি, তিনটি হোটেল ও চারটি গাড়ি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে। এমনকি ওই এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্পটিও মাটির নিচে চাপা পড়ে।
উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রখেছেন। এখন পর্যন্ত সেখান থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করছে।
দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান