আওয়ার ইসলাম: খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা গত রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া…..রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবার ও দলীয় সূত্র জানায়, এমপি সুজা দীর্ঘদিন যাবত কিডনি রোখে ভুগছিলেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়া গতবছর ১৩ নভেম্বর একই হাসপাতালে একটি কিডনি প্রতি স্থাপন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার পুত্র খালেদি রশিদী সুকর্নো পিতার মরদেহ ঢাকায় আনতে সকালে সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন।
সুজা ১৯৯১, ১৯৯৬ এবং ২০১৪ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, শেখ হেলাল উদ্দিন এমপি, মুন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান মিজান, পঞ্চানন বিশ্বাস, নুরুল হক, ড. মোজাম্মেল হোসেন, শওকত আলী বাদশা এবং খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান