আওয়ার ইসলাম: আগামীকাল শনিবার মুহাম্মদপুরে অনুষ্ঠিতব্য তাবলিগের ওয়াজাহাতি জোড় সফল করতে আজ ঢাকায় এসে পৌঁছেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী। ঢাকার ফরিদাবাদ মাদরাসায় আজ তিনি জুমার নামাজে অংশ নিয়েছেন।
গত বৃহস্পতিবার মোহাম্মদপুর কবরস্থান জামে মসজিদে ‘ওয়াজাহাতি জোড় এন্তেজামিয়া কমিটি’র এক সভার মাধ্যমে আল্লামা আহমদ শফী জোড়ে অংশ গ্রহনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
ইতোমধ্যেই জোড়ের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-উলামা ও তাবলিগের সাথীরা মুহাম্মদপুরে এসে অবস্থান নিচ্ছেন।
মুহাম্মদপুরের বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকার সাথীরা অবস্থান নেয়ার কথা রয়েছে। কোন এলাকার সাথীরা কোথায় অবস্থান নেবেন এ বিষয়ে এন্তেজামিয়া কমিটি একটি দিকনির্দেশনাও দিয়ে রেখেছেন সাথীদের।
আল্লামা আহমদ শফীসহ দেশের সব শ্রেণির আলেম-উলামা ও তাবলিগের সাথীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এ জোড়ের মাধ্যমে তাবলিগের সাম্প্রতিক সংকট নিরসনের পথ খুলবে বলে জনমনে আশা জাগছে।
‘তাবলিগ সঙ্কটের সর্বশেষ অবস্থা স্পষ্ট করা হবে শনিবার’
এসএস