বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

‌মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক। কোন আসামিকে কারা মেরেছে, সেটার ব্যাপারে আমি খবর রাখি না। দেশে আরও অন্যান্য জরুরি কাজ আছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের চতুর্থ অধিবেশনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মাহমুদুর রহমানের ওপর হামলার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন— এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলার খবর রাখার চেয়ে আরো জরুরি কাজ আছে।

ব্যারিস্টার মওদুদ আইনমন্ত্রী থাকা কালে এ ধরনের অনেক হামলার ঘটনা ঘটলেও কেন তিনি পদত্যাগ করেননি এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আরও বলেন, মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত করার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিদ্যমান আইনেই এ মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

আরও পড়ুন: হাসপাতালে কেমন আছেন মাহমুদুর রহমান?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ