বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ২১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর অতর্কিত হামলায় অন্তত ২১৫ জন নিহত হয়েছে।

দেশটির স্থানীয় নিরাপত্তাকর্মকর্তার বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিরিজ হামলা চালিয়েছে আইএস।

বুধবার সরকারি অধ্যুষিত সুয়েইদা প্রদেশের বেশ কিছু জায়গায় কয়েক দফা একযোগে আত্মঘাতী হামলা চালানো হয়। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।

সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পূর্বাঞ্চলীয় শহরে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকা পুনর্দখলের জন্য অভিযান শুরু করেছে রুশ সমর্থিত সিরীয় সরকার।

গত কয়েক মাসের মধ্যে সরকারি অধ্যুষিত এলাকায় যত হামলা চালানো হয়েছে তার মধ্যে বুধবারের সিরিজ হামলাগুলো ছিল সবচেয়ে ভয়াবহ।

ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদুর রহমান জানিয়েছেন, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুয়েইদা প্রদেশে এটাই সবচেয়ে মারাত্মক ও রক্তাক্ত হামলার ঘটনা ঘটলো।

সূত্র:রয়টার্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ