আবদুল্লাহ তামিম: মুত্তাহিদে মজলিসে আমাল (এমএমএ) এর প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
একটি বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান বলেন, নির্বাচনের এ ফলাফল অগ্রহণযোগ্য ও অবিশ্বাস্য।
তিনি আরো বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও অনুরূপ অভিযোগ রয়েছে।
সুতরাং নির্বাচন নিয়ে সর্বদলীয় সমিতির সম্মেলনে শিগগিরই ফায়সালা করা হবে।
পাকিস্তানের এ নির্বাচন এক্সপ্রেস নিউজ অনুযায়ী, তেহরিকে ইনসাফ (পিটিআই) ছাড়া বড় বড় সব দল ফলাফল অস্বীকার করেছে বলে জানা যায়।
এর আগে পিএমএল-এন প্রধান শাহবাজ শরীফও নির্বাচনের ফলাফল গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
যদিও পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ষড়যন্ত্র, কারচুপি বা কোনও ধরনের চাপের অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, বুধবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে তেহরিকে ইনসাফ পেয়েছে ১১৩টি আসন এবং মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ৬৪টি আসন।
এ ছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৪৩টি, এমকিউএম ৫টি এবং এমএমএ ৯টি আসন লাভ করেছে।
বৃহস্পতিবার পাকিস্তান নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে বলে কথা রয়েছে।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, ষড়যন্ত্র, কারচুপি বা কোনো চাপে নয়, কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার সকালে ইসিপি সচিব বাবর ইয়াকুব এই তথ্য জানিয়েছেন।
পাকিস্তান নির্বাচন: ইমরানের দল ৯৭ আসনে এগিয়ে