আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট (রোববার) পর্যন্ত।
ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট (বুধবার), চলবে ১৯ আগস্ট (রোববার) পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান।
জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট (বুধবার) ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের জন্য ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট।
আর ঈদ উদযাপনের পর বাড়ি থেকে কর্মস্থলগামী যাত্রীদের জন্য ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের ফিরতি টিকিট।
যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান মন্ত্রী।
দাঈদের উদ্দেশ্যে মাওলানা কালিম সিদ্দিকীর ৩টি নসিহত
-আরআর