আওয়ার ইসলাম: রাশিয়া বিশ্বকাপের কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়ৈব এরদোগানের সঙ্গে সাক্ষাতের একটি ছবি ছড়িয়ে পড়ায় বিতর্ক শুরু হয়ে জার্মানিতে। এমনকি এ নিয়ে তার সঙ্গে বর্ণবাদী আচরণেও লিপ্ত হয় জার্মানরা। এ কারণে তিনি জাতীয় দল থেকে অবসরও নিয়েছেন।
তবে তুরস্ক তাকে ভুলেনি। ওজিলের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক সরকার। এবার জার্মানি এই ফুটবলারের সম্মানে তুরস্কে তার নামে একটি রাস্তার নামকরণও করা হয়েছে।
রাস্তার পাশে বিশালাকারের দুটি বিলবোর্ডে ওজিলের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদও জানানো হয়েছে।
জানা যায়, উত্তর তুরস্কের জঙ্গুলডাক প্রদেশে দেবেরিক জেলায় ওজিলের বাবার বাড়ি এলাকাতেই একটি রাস্তার নামকরণ করা হয়েছে মেসুত ওজিল স্ট্রিট নামে। এ রাস্তাটি মূল রাস্তা থেকে ওজিলের বাবার জন্মভিটার দিকে চলে গেছে।
ওজিলের বাবা মোস্তফা ওজিলের জন্মস্থান তুরস্ক। বাবার দেশ হিসেবে সব সময়ই তুরস্কের প্রতি আলাদা টান রয়েছে ওজিলের।
এদিকে বর্ণবাদের শিকার হওয়া ওজিলকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও কঠোর সমালোচনা করেছেন জার্মানির। তিনি বলেছেন, ওজিলের সঙ্গে করা বর্ণবাদী আরচণ কখনোই মেনে নেয়া হবে না। এর মাশুল দিকে হবে জার্মানিকে।
এরদোগানের সঙ্গে দেখা করে বিপদে ফুটবলার ওজিল
-আরআর