আওয়ার ইসলাম: পাকিস্তানে দিনভর ঘটনাবহুল ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় গণনা শুরু হয়। তবে গণনা শুরুর এক ঘণ্টা শেষ হওয়ার আগে কোন ধরনের ফলাফল প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। খবর আল-জাজিরা,ডন-এর।
খবরে বলা হয়, ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা ও পুলিশ মিলিয়ে নিরাপত্তা বাহিনীর আট লাখ সদস্যকে ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। ।
রাতের মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টার আগে গণমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিক ফল প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।
দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও তিনবারের প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এবার ২৩ শতাংশ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
পার্লামেন্টের জাতীয় পরিষদের ২৭২টি আসনে এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ হাজার প্রার্থী।
সূত্র: আল-জাজিরা, ডন।
আরও পড়ুন: পাকিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩১
আরএম/