আওয়ার ইসলাম:বাংলাদেশে থাকা নেপালি ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করায় দেশটির আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং পদত্যাগ করেছেন।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস মানবজমিনকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রীর মন্তব্যের জেরে কাঠমন্ডু এবং ঢাকা উভয় স্থানে সমালোচনার ঝড় ওঠে। এতে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইভাবে প্রতিবাদ জানায় ঢাকায় পড়তে আসা নেপালের ছাত্রীরা।
উল্লেখ্য, বাংলাদেশের মেডিকেলে পড়তে আসা নেপালি ছাত্রীরা দেহ বিক্রি করে তাদের সার্টিফেকেট অর্জন করছে মন্ত্রীর এমন মন্তব্য করায় উভয় দেশে সমালোচনার ঝড় উঠে।
আরও পড়ুন: ‘আমাদের এ পথ লাল গালিচা বিছানো নয়, রক্ত পিচ্ছিল পথ’
আরএম-