বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ডিসি সম্মেলন ২০১৮ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ মঙ্গলবার (২৪ জুলাই) সকালে শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলন শুরু করার অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় বাণী পাঠ করার মাধ্যমে সম্মেলনের কর্মকাণ্ড শুরু হয়।

এবারের সম্মেলনে ৩৪৭টি প্রস্তাব জমা দিয়েছেন জেলা প্রশাসকরা।

এবারের সম্মেলনে ৫১ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২২টি অধিবেশনে অংশ নেবেন জেলা প্রশাসকরা। এর মধ্যে কার্য অধিবেশন থাকছে ১৮টি।
সম্মেলন শেষ হবে ২৬ জুলাই।

এর আগে ২০১৭ সালের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৪৯টি প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এর মধ্যে ১৫০টি স্বল্পমেয়াদি, ১৩২টি মধ্যমেয়াদি এবং ১৪৭টি দীর্ঘমেয়াদি মোট ৪২৯টি সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাগত বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বলেন, এটি বর্তমান সরকারের চলতি ৫ম সম্মেলন।  ২০১৭ সালের জেলা প্রশাসক সম্মেলনের ৪৩০টি প্রস্তাবের মধ্যে ৪০৪ টি বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে মাদার অব দ্য হিউমিনিট বলে খ্যাতি পেয়েছেন।

তার বক্তব্য শেষে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন নিয়ে।

আরও পড়ুন: ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আসতে পারে নতুন প্রস্তাব


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ