আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম
সৌদি আরবে মসজিদে নববীর সাবেক খতিব শেখ আলী বিন সাঈদ আল-হাজ্জাজ আল-ঘামদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে পরিচালিত অভিযানে আরও ৭ জনকে আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
খবরে বলা হয়েছে, সৌদি আরবে রাজনৈতিক মতাদর্শের কারণে যাদের ওপর দমনমূলক নীতি গ্রহণ করা হয়, তাদের বিষয়ে নিয়মিত খবর তুলে ধরে ‘দ্য প্রিজনারস অব কনসিয়েন্স টুইটার অ্যাকাউন্ট’। ওই টুইটার অ্যাকাউন্টেও খতিবের গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগে গত বছর থেকে সৌদি কর্তৃপক্ষ বিরোধীমতো এবং মানবাধিকার কর্মীদের আটক করে যাচ্ছে। এসব অভিযোগ এনে এ পর্যন্ত শত শত আলেম ও বুদ্ধিজীবিদের আটক করেছে দেশটির পুলিশ।
সূত্র: খালিজ টাইমস
আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস
আরএম-