বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মুসলিম নয়, ভারতে গরুদের বাঁচার অধিকার আছে: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মুসলিম নয়, ভারতের সংবিধানে কেবল গরুর বাঁচার অধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজসিল-ই-ইত্তেহাদুল মুসলিমেন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

এক টুইট বার্তায় মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'সংবিধানের ২১ নম্বর ধারায় গরুদের বাঁচার অধিকার দেওয়া হয়েছে৷ সেখানে মুসলিমদের বাঁচার কোনও অধিকার নেই৷ চার বছরের মোদী জামানায় গণপ্রহারকারীরাই রাজত্ব করেছেন৷'

শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়৷ হরিয়ানার বাসিন্দা আকবরের উপর যখন হামলা চালানো হয় সেই সময় তার সঙ্গে দুটি গরু ছিল৷ রামগড় তেহসিলের কাছে আসতেই কয়েকজন তার উপর হামলা করে৷

এতে নিহত হন আকবর খান নামের ওই যুবক। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই হামলার ঘটনার নিন্দা করেছেন৷ একই সঙ্গে দোষীদের দ্রুত খুঁজে বের করে এনে কড়া সাজা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ