আবদুল্লাহ তামিম: আসন্ন নির্বাচনে শেতাঙ্গদের আকৃষ্ট করতে প্রেসিডেন্ট ইমারসন মেনাগাওয়া সে দেশে বসবাসরত শেতাঙ্গদের প্রতি সংহতির ডাক দিয়ে বলেছেন ,তাদের জায়গা-জমি ও কৃষি-খামারে আর হস্তক্ষেপ করা হবে না I খবর ভয়েস অব আমেরিকা-এর।
খবরে বলা হয়, ক্ষমতাসীন জানো পিএফ পার্টির অধীনে, প্রাক্তন প্রেসিডেন্ট,রবার্ট মুগাবে শেতাঙ্গ ও বিদেশীদের জায়গা-জমি ও ক্ষেত-খামার দখল করে দেশে ও বিদেশে চরমভাবে নিন্দিত হয়েছিলেন I
প্রেসিডেন্ট মেনানগাওয়া তাদের আস্বস্ত করে বলেছেন যে এখন তারা ৯৯ বছরের জমির লীজ নিতে পারবেন I
আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস