আওয়ার ইসলাম: জার্মানির উত্তরাঞ্চলে চলন্ত বাসে ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালিয়েছে এক যুবক। গতকাল শুক্রবারের এই ঘটনায় বাসের ১৪ যাত্রী আহত হয়েছেন। ৩৪ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আহতের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ২টায় উত্তর জার্মানির ল্যুবেক শহরের এক চলন্ত বাসে এ ঘটনা ঘটে। বাসের প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাসে এক বৃদ্ধাকে নিজের আসন ছেড়ে দেন এক ব্যক্তি। এ সময় হামলাকারী পেছন থেকে এসে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে।
এর পর মুহূর্তেই বাসের অন্যান্য যাত্রীদেরও আক্রমণ করেন ওই যুবক। এ সময় বাসটি কোনভাবে রাস্তার পাশে থামিয়ে দেন চালক। পরে রাস্তায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তাকে এরইমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে এ হামলায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস
আরএম-