আওয়ার ইসলাম: কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী এক হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। এ হামলা থেকে বেঁচে গেলেন এক বছরেরও সময় ধরে বাইরে থাকা আফগান ভাইস প্রেসিডেন্ট রশিদ দসতুম। আল জাজিরার সংবাদ।
কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানেকযাই বলেন, দসতুমকে স্বাগত জানানোর জন্য রবিবার বিমানবন্দরের মূল ফটকের বাইরে রাস্তার দুইপাশে তার সমর্থকবৃন্দ উপস্থিত হয়েছিলেন। দসতুমের গাড়িবহর পার হবার পরপরই সেখানে এ হামলা চালানো হয়।
দসতুমের মুখপাত্র বাশির আহমাদ তায়ানজের বরাত দিয়ে তিনি বলেন, দসতুমের গাড়িবহর অক্ষত আছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ সূত্রে জানা যায়, এক শিশুসহ বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও এ ঘটনায় হতাহত হন।
তিনি জানান, আত্মঘাতী হামলাকারীকে আগেই চিহ্নিত করা গিয়েছিল, কিন্তু তাকে ধরার আগেই সে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে জেনারেল দসতুমের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আছে। ২০১৭ সালে দেশের বাইরে চলে যান। এতদিন তুরস্কে থেকে তিনি চার্টার্ড বিমান করে রবিবার দেশে ফিরেন।
তার দেশে ফিরে আসা নিয়ে উত্তর আফগানিস্তানের একাধিক প্রদেশজুড়ে সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল।
আরও পড়ুন: তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের নেপথ্যে কী?