বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হজ যাত্রীর রিপ্লেসমেন্ট জটিলতায় বিপর্যয়ের শঙ্কা হাবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আট হাজারের বেশি হজযাত্রীর রিপ্লেসমেন্ট না হলে অন্তত দেড়শো কোটি টাকা ক্ষতি হবে বলে দাবি করছে এজেন্সিদের সংগঠন হাব।

সেই সাথে অবিক্রিত থেকে যাবে বিমানের টিকিট। এতে ফ্লাইট বাতিলেরও শঙ্কা থাকছে। হজ অফিস জানিয়েছে, মন্ত্রিসভার অনুমোদন ছাড়া ১৫ শতাংশ যাত্রীর রিপ্লেসমেন্ট সম্ভব নয়।

নিবন্ধিত কোনো হজযাত্রী মারা গেলে কিংবা গুরুতর অসুস্থ হলে তাঁর বদলি হিসেবে অন্য কাউকে হজ করার সুযোগ দেয় ধর্ম মন্ত্রণালয়। এবারও ৪ শতাংশ রিপ্লেসমেন্ট রেখেছে মন্ত্রণালয়। কিন্তু হজ এজেন্সিগুলোর দাবি, এই কোটা বাড়ানো না হলে এ বছর ৮ হাজার হজযাত্রী যেতে পারবেন না।

হাব বলছে, এবার হজ পরিচালনাকারী ৫২৮টি এজেন্সির অধিকাংশের ১৫ থেকে ২০ জন করে হজযাত্রী রিপ্লেসমেন্ট প্রয়োজন। এরই মধ্যে এসব হজযাত্রীর জন্য সৌদি আরবে খরচ হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

রিপ্লেসমেন্ট নিশ্চিত না হলে, ১ লাখ ৩৮ হাজার টাকা দিয়ে টিকিট কিনতে পারছেন না তারা। তাই অবিক্রিত রয়েছে বিমানের প্রায় ১০ হাজার টিকিট।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কিছু এজেন্সি ভুয়া নাম, পাসপোর্ট ব্যবহার করে হজযাত্রী নিবন্ধন করেছে। এখন রিপ্লেসমেন্ট দাবি করে আর্থিক লাভবান হওয়ার চেষ্টা করছে এজেন্সিগুলো।

এদিকে, এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে ৩০ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের কারোরই বড় কোন অভিযোগ ছিলো না।

এছাড়া, ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে ভিসা হয়েছে ৬৭ হাজার ৪৫২ জনের। ফ্লাইটের অন্তত দুই দিন আগে ভিসা জমা দেয়ার নির্দেশ দিয়েছে সৌদি দূতাবাস।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ