আওয়ার ইসলাম: ভারতের বিশিষ্ট হিন্দু ধর্মগুরু স্বামী অগ্নিবেশ মহারাজের ওপর ঝাড়খ-ের পাকুড়ে বিজেপি যুব মোর্চার নেতাদের প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে মুসলিম নেতারা ও সাধারণ মুসলিম।
এ হামলার প্রতিবাদে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহা. কামরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে কোলকাতাতে বিক্ষোভ করা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার ঝাড়খ- পাকুড়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন স্বামী অগ্নিবেশ। তখনই বিজেপি যুব মোর্চার নেতারা, তাকে কালো পতাকা দেখিয়ে তার বিরুদ্বে স্লোগান দিতে আরম্ভ করেন।
পরবর্তীতে এক সময় বিজেপি কর্মীরা তার ওপর শারিরিক হামলা শুরু করেন। এমনকি কিল, ঘুষি, লাথি মারতে শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা স্বামী অগ্নিবেশের ধর্মনিরপেক্ষ ভাষণগুলাকে ভালো চোখে দেখেননি। তারা স্বামীজির এমন ভাষণকে হাথিয়ার করে স্বামী অগ্নিবেশকে পাকিস্তানের দালাল আখ্যা দেন।
ঘটনার পর দেশের সকল শীর্ষ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা স্বামী অগ্নিবেশের উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
এছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সাইয়েদ আরশাদ মাদানীও এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সূত্র: ডেইলি সিয়াসাত।
আরও পড়ুন- কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?
আরএম-