বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রাজধানীতে ৩২ লাখ টাকার জাল নোটসহ আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর থানা এলাকার কল্যাণপুরে বিশেষ অভিযান চালিয়ে জাল নোটসহ চার জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ।

১৯ জুলাই, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-পশ্চিমের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম এই অভিযান চালায়।

ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপির) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ওবায়দুর রহমান জানান, আটককৃতরা হলেন মো. জসিম মোড়ল (৩০), মো. আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) ও মো. জালাল উদ্দিন (২৮)। তাদের কাছ থেকে ৩২ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। মিরপুর থানায় এ সংক্রান্ত একটি নিয়মিত মামলা করার পর তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় ৫/৬ বছর ধরে বাংলাদেশি জাল নোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওবায়দুর রহমান।

অঅরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ