আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও নেতুমন্ত্রী বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেক দলের রাজনৈতিক অধিকার। বিএনপি কেন, কাউকেই আমরা আগামী নির্বাচনে টেনে আনতে যাব না।
শুক্রবার (২০ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও বুকস্টল উদ্বোধন করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি আগামীকালের গণসংবর্ধনার প্রস্তুতি দেখতে সমাবেশস্থল পরিদর্শন করেন।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘সব দলের অংশগ্রহণে নির্বাচন আমরা চাই না, একথা কি আমরা বলছি? তবে আমরা কাউকে টেনে আনব না। গণতান্ত্রিক দেশে দলগুলো নির্বাচনে অংশ নেবে, এটা তাদের রাজনৈতিক অধিকার, করুণা নয়। বিএনপি কেন অন্যের করুণার ভর করে নির্বাচনে আসবে?’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তারা (বিএনপি) শুধু শুধু বলার জন্য এসব কথা বলছে। আমি আবারও বলছি, বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে, এ ভাটা কবে যে জোয়ার হবে, এটা আল্লাহই ভালো জানেন।