বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

অভিযানের পরও থামেনি হজ এজেন্সির দুর্নীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বার বার অভিযান চালানোর পরও হজ এজেন্সিগুলোর দুর্নীতি থামেনি। বরং দিন দিন এদের দুর্নীতি বাড়ছে এমন অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুদক ৫ম দফায় অভিযান চালানোর পরেও কোন ধরনের পরিবর্তন লক্ষ করেনি।

দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে হজ এজেন্সিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জুলাই, ৪ জুলাই, ৯ জুলাই এবং ১৫ জুলাই রাজধানীর বিভিন্ন হজ এজেন্সিতে অভিযান চালায় দুদক।

দুদক জানায়, হজ এজেন্সিতে দুদকের ৫ম দফা অভিযানে বিভিন্ন অনিয়ম উদঘাটন হয়েছে।

দুর্নীতি ও মানবপাচার বন্ধে হজ এজেন্সিগুলোতে জুলাই মাসে ৫ম দফা অভিযান চালিয়েছে দুদক।

অভিযোগ কেন্দ্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক উপপরিচালক শেখ ফানাফিল্যা এবং সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সমন্বয়ে পুলিশসহ ৯ সদস্যের একটি শক্তিশালী টিম রাজধানীর নয়াপল্টনে হজ এজেন্সিগুলোতে অভিযান চালায়।

দুদক টিম কাজী টাওয়ারে অবস্থিত কাজী এয়ার ইন্টারন্যাশনালে সরেজমিন অভিযানে দেখে, হজ এজেন্সির কাছে প্রকৃত হজযাত্রী সংখ্যার সমর্থনে কোনো কাগজপত্র নেই।

নিবন্ধনকৃত প্রত্যেক হজ এজেন্সির কমপক্ষে ১৫০ জন যাত্রী প্রেরণের বাধ্যবাধকতা থাকলেও এই হজ এজেন্সি মাত্র ৭৫ জনকে প্রেরণ করেছে।

সৌদিতে হোটেল বুক বা বাসা ভাড়া নেয়ার কোনো কাগজ পত্রও নাই।এভাবেই চলতেছে এজেন্সিগুলোর কাজ-কারবার।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ