আওয়ার ইসলাম: অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান অধ্যক্ষ আসাদউদ্দিন ওয়েসী বলেছেন, মুসলমানদের আবারও লড়াই করা উচিৎ এবং রাজনীতিতে যোগ দিয়ে নিজেদের ভাগ্য নিজেদেরই নির্ধারণ করা উচিত।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বয়ানের ভিত্তিতে তাঁকে নিয়ে বিজেপির কটাক্ষের পরিপ্রেক্ষিতে ওয়েসী ্ইএক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন।
ওয়েসী ট্যুইট করে লেখেন, ‘মুসলমানদের সত্য স্বীকার করা উচিৎ, বিষের এই ফোঁটা পান করা উচিৎ, উঠে দাঁড়ানো উচিৎ, আবারও লড়াই করা উচিত, রাজনীতিতে যোগ দেওয়া উচিৎ।’
নিজের ট্যুইটে তিনি শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফরের লেখা উর্দু কবিতা ‘না কিসি কা আঁখ কা নূর হু, না কিসি কে দিল কা করার হুঁ’-র কিছু পংক্তিও লেখেন।
আরও পড়ুন : জমজম কূপে পানির পরিমাণ কতটুকু?